ইসলামিক মটিভেশনাল উক্তি | অনুপ্রেরণামূলক ইসলামিক ছোট গল্প | Islamic Motivational Story |

 আস্সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। এই পোষ্টে কিছু ছোট ছোট ইসলামিক উক্তি শেয়ার করা হয়েছে যে উক্তি গুলোয় আপনাকে সঠিক ও সুন্দর জীবনের পথে অগ্রসর হতে অনুপ্রেরণা যোগাতে পারে। তাই আপনি চাইলে সম্পূর্ন ব্লগটি পড়ে দেখতে পারেন? আশা রাখছি আপনার ভালো লাগবে।

islamic story bangla,

islamic ukti bangla,

সেরা ইসলামিক উক্তি,

ইসলামিক মোটিভেশনাল গল্প,

Islamic Motivational Story In Bangla #1

এক গরিব লোক একটি আলিসান বাড়ি দেখে তার বন্ধুকে বলল, আচ্ছা এই ধনীদের ভাগ্যে যখন ধন- সম্পত্তি লিখে হচ্ছিলো তখন আমরা কোথায় ছিলাম?

তখন ওই বন্ধু তার হাত ধরে সোজা হসপিটলে নিয়ে গেলো, তারা শিখানে গিয়ে দেখলো কেউ হার্টের অসুখ নিয়ে পরে আছে, কেউ কিডনির সমস্যা নিয়ে পরে আছে, কেউ ক্যান্সারে আক্রন্ত হয়ে মৃত্যুর যন্ত্রনায় কাত্রাচ্ছে, কেউ বা আবার আগুনে পুড়ে বার্রউনিটে চটপট করছে, শত শত মানুষ মাসের পর মাস অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছে।

তখন তার বন্ধু তাকে বলল, এইসব অসুস্থ মানুষের ভাগ্যে যখন অসুস্থতা লিখা হচ্ছিল তখন আমরা কোথায় ছিলাম? এজন্য আপনাকে বলছি ভাই আমার সর্বস্থায় আল্লাহ্-তাল্লাহ্ এর শুকরিয়া আদায় করুন। সবসময় উর্দ্ধমুখি চিন্তা করা বাদ দিন একটু নিচের দিকেও চিন্তা করুন।

Islamic Motivational Story In Bangla #2

আল্লাহ্-তাল্লাহার এই চারটি গজব যা মানুষ খুশি খুশি কবুল করে নেয়?

১. যৌতুক নিয়া।

২. সুদ গ্রহন করা।

৩. অন্যের গীবত করা।

৪. কথায় কথায় মিথ্যা কথা বলা।

এই চারটি জিনিস মানুষের সামনে আল্লাহ-তাল্লাহ গজব হিসাবে উপস্থাপন করেন আর মানুষ তা খুশি খুশি গ্রহন করে নেয়।

Islamic Motivational Story In Bangla #3

কাপনের কাপুর এক আজব জিনিস, 

যে বানায় সে বিক্রি করে দেয়, 

যে কেনে সে ব্যবহার করে না, 

আর যে ব্যবহার করে সে জানেই না। আজব না?

Islamic Motivational Story In Bangla #4

কথা গুলো মনযোগ দিয়ে পড়বেন।

আপনি মানুষকে ওইসব প্রশ্ন করা বন্ধ করে দিন, যে প্রশ্ন গুলি আল্লাহ্ মানুষকে করবেন যেমনঃ তুমি কোন ধর্মের? তুমি কি ইবাদাত করো নাকি করো না? তুমি কি নামায পড় নাকি পড়ো না? তুমি কি রোজা রাখো নাকি রাখো না? তুমি কি যাকাত দাও নাকি দাও না? তুমি কি পর্দা করো নাকি করো না? না এই প্রশ্ন গুলি আল্লাহ্-তাল্লাহর।

আপনি মানুষকে ওইসব প্রশ্ন করেন যে প্রশ্ন গুলি একজন মানুষ আরেকজন মানুষকে করা উচিৎ যেমনঃ তোমার কি কোনো সমস্যা? তোমার কি কোনো কিছুর দরকার? তুমি কি প্রেসানিতে আছো? তুমি কি না খেয়ে আছো? তোমার কি খাবার দরকার?

মানুষকে এই ধরনের প্রশ্ন করার অভ্যাস করুন। ভাইয়েরা আমার ভালো মন্দ টাকে আল্লাহ-তাল্লাহার উপর ছেড়ে দিন। আপনি মানুষ আপনি মানুসত্বর উপর জর দিন।

Islamic Motivational Story In Bangla #5

এক যুবক তার দাদাকে জিজ্ঞাস করলো, আচ্ছা দাদা তোমরা আগের জামানায় কিভাবে থাকতে কিভাবে বাঁচতে? না লাইট, না জাহাজ, না কম্পিউটার, না ফোন, না এসি, না গাড়ি, না টেলিভিশন, না ফ্লিম? কিভাবে বাঁচতে তোমরা? কিভাবে চলতে তোমরা?

দাদা তখন তাকে খুব সুন্দর করে জবাব দিলো, দাদা তাকে বলল বেটা এখন তোমরা যেভাবে আছো যেভাবে বাঁচতেছো, না কোরআন, না দ্বীন, না ইসলাম, না নামায, না রোযা, না হাইয়া, না সরম, না আকলাখ, না উত্তম চরিত্র, বেটা পার্থক্য শুধু এতটুকুই আমরা দুনিয়া থেকে বে-খবর ছিলাম, আর তোমরা দ্বীন থেকে বে-খবর। এই কথা গুলি ১০০% সত্য।

Islamic Motivational Story in Bangla #6

আমরা মৃত্যুবরণ করার পূর্বে কবর আমাদের প্রতিদিন এই চারটি জিনিস মনে করিয়ে দিতে থাকে।

১. কবর বলতে থাকে, আমার কাছে আসার পূর্বে ভেবে চিন্তে আসবে আমি কিন্তু অপরিচিত ঘর, যে ঘর সম্পর্কে তোমার কোনো ধারনাই নেই।

২. কবর বলতে থাকে, আমি কিন্তু একা থাকার ঘর অতএব আমার কাছে আসার পূর্বে ভেবে চিন্তে আসবে।

৩. কবর বলতে থাকে, আমি কবর পোকা মাকড়ের ঘর, ভঙ্কর সাপ বিচ্ছুর ঘর, অতএব আমার কাছে আসার পূর্বে ভেবে চিন্তে আসবে।

৪. ফাইনালি কবর বলতে থাকে, আমি কিন্তু মাটির ঘর, যে ঘরের দরজা জানালা কিছুই নেই, তুমি চাইলেই এঘর থেকে পালিয়ে যেতে পারবে না। অতএব আমার কাছে আসার পূর্বে তুমি ভেবে চিন্তে এসো।

কথা গুলো সবার অন্তমূলে পৌছাবার তৌফিক দান করুক। আমিন

Islamic Motivational Story In Bangla #7

একবার হযরত আলী (রঃ) এক কবর স্থানে গেলেন এবং সেখানে গিয়ে কবর বাসীদের কে জিজ্ঞাস করলেন, হে কবর বাসী কি হালচাল তোমাদের? কি অবস্থা তোমাদের? তখন এক কবরের ভিতর থেকে গায়েবি আওয়াজ আসলো, হে আলী কাপন ছিড়ে গেছে হাড্ডি গুলো চুর্নোবিচিন্ন হয়ে গেছে, সম্পদ তো জানিনা কোথায় পড়ে আছে কিন্তু তার হিসাব এখনো দিতে হচ্ছে। হে আলী তুমি বলো আমার পরিবারের কি খবর? তাদের কি অবস্থা?

তখন হযরত আলী (রঃ) বললেন তুমি যেখানে বসতে সেখানে আজকাল অন্য কেউ বসছে, তোমার স্ত্রী অন্যকাউকে বিয়ে করে নিয়েছে, তোমার বন্ধুরা নতুন বন্ধু বানিয়ে নিয়েছে, এখন তো মানুষ তোমাকে মনেও করে না, তোমার কথা কেউ বলেও না এখন।

এই হাদিসের রিয়াত নিয়ে হয়ত সন্দেহ আছে, কিন্তু এই কথা গুলো নিয়ে বিন্দু পরিমান সন্দেহ নেই। এটাই আমাদের জীবন তাই না?

Islamic Motivational Story In Bangla #8

আপনি যে ধর্মেরই হোন না কেনো, আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিন। একটা কথা যাচাই করে নিন।

যে মসজিদে যায় না, তার থেকে যে মসজিদে যায় সে ভালো মানুষ।

যে মনদিরে যায় না, তার থেকে যে মনদিরে যায় সে ভালো মানুষ।

যে গির্জায় যায় না, তার থেকে যে গির্জায় যায় সে ভালো মানুষ।

সন্তানকে পৃথিবীর সব শিক্ষায় শিক্ষিত করলেও কিন্তু যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করেন, তবে আপনার জন্য বৃদ্ধাশ্রমই অপেক্ষা করছে।

Islamic Motivational Story In Bangla #9

আল্লাহ-তাল্লাহার এই চারটি রহমাত যা মানুষের ভালো লাগে না, মানুষ এগুলি অপছন্দ করে।

১. বাড়িতে মেহমান আসা।

২. ঘরে কন্য সন্তান জন্ম নিয়া।

৩. মুশল ধারে বৃষ্টি হওয়া।

৪. অসুস্থতা।

উপরের এই চারোটি আল্লাহ্-তাল্লাহ আমাদের রহমত স্বরুপ দান করেন কিন্তু দূর্ভাগ্যবসত এই গুলি আমাদের ভালো লাগে না।

Next Post Previous Post
1 Comments
  • The Rajshahi Star
    The Rajshahi Star July 17, 2022 at 5:16 PM

    আপনি আগে বাংলা লেখা শিখুন তারপর ব্লগে লিখুন ভালো লাগবে।একটা শুদ্ধ বাংলা শব্দ ও পেলাম না।

Add Comment
comment url