কোনো স্কীল ছাড়া ফাইবার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সেরা তিনটি উপায় | Best 3 ways earn money from fiverr without any skills |



আজকে আমি জানাবো ফাইবার থেকে কোনো স্কিল বা অভিজ্ঞতা ছাড়া কিভাবে ইনকাম করা যায়? এই বিষয়ে আমি সেরা তিনটি গীগ নিয়ে আলোচনা করবো। এই তিনটি গিগ নিয়ে যে কেউ ফাইবার থেকে খুব সহজেই ইনকাম করতে পারবে। আমরা জানি ফাইবার থেকে ইনকাম করতে হলে যে কোনো একটি বিষয়ের উপর দক্ষতা থাকা প্রয়োজন। কিন্তু আজকে আমি জানাবো কোনো দক্ষতা ছাড়াই ফাইবার থেকে লক্ষ লক্ষ টাকা আয় করার উপায়। তো চলুন তা হলে শুরু করা যাক...

কোনো স্কীল ছাড়া ফাইবার থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সেরা তিনটি উপায় | Best 3 ways earn money from fiverr without any skills


3. Background Remove From Image

লিস্টের ৩ নাম্বারে রয়েছে যেকোন ছবি থেকে Background করা। নিচের screenshot দেখুন।


দেখুন তারা শুধুমাত্র পিকচারের Background করা দেওয়ার অফারে শত শত ডলার ইনকাম করে নিচ্ছে। এখন আপনি হয়ত ভাবছেন আপনি কিভাবে যেকোন ছবির Background রিমুব করবেন? এটা নিয়ে চিন্তার কিছু নেই সেই উপায়ও আমি বলে দিবো কিভাবে আপনি খুব সহজে এক ক্লিকেই যেকো পিকচারের Background রিমুভ করবেন। তো এজন্য আপনাকে আপনার মোবাইলে বা কম্পিউটার এর যেকোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন...remove.bg 

নিচে screenshot দেখুন এমন একটি website পাবেন।


এখানে upload image এ ক্লিক করে আপনার ইমেজটি আপলোড করে দিন, তারপর অল্পকিছু সময় অপেক্ষা করার পর দেখবেন আপনার ইমেজ এর Background রিমুভ হয়েগেছে। নিচে screenshot দেখুন ইমেজ এর Background রিমুভ হওয়ার পর কেমন দেখাবে।


ব্যাস আপনার ইমেজটি রেডি। এবার এখান থেকে খুব সহজেই আপনার ইমেজটি ডাউনলোড করে নিতে পারবেন।


2. Colorize Black and White Photo

আমাদের এই লিস্টের দুই নাম্বারে রয়েছে সাদা কালা ফটোকে কালারিং করার বিষয়ে। আপনি এই উপায়ও কোনো রকম দক্ষতা ছাড়া ফাইবার থেকে লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন। আপনি কিভাবে একটি সাদা কালা ফটোকে কালারিং করবেন তা আমি দেখিয়ে দিবো, তার আগে ফাইবারে এই colorize black and white photo এর কাজের চাহিদা দেখুন। নিচে তার একটি screenshot দেখুন।


এখানে হয়ত লক্ষ করছেন এই সহজ কাজটির মাধ্যমে তারা হাজার ডলার আয় করে যাচ্ছে। আপনার হয়ত ভাবছেন যে এখন আপনি বায়ারের সাদা কালা ফটো কিভাবে কালারিং করবেন। সেটাই এখন দেখাবে কিভাবে আপনি এক ক্লিকের মাধ্যমে সাদা কালা ফটো রঙিন করবেন। এজন্য আপনাকে একটি ওয়েব সাইটের সাহায্য নিতে হবে। নিচে সেই ওয়েব সাইটের screenshot দেওয়া হলো। ওয়েব সাইট নামঃ colourise.com


এই সাইটটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার সাদা কালা ফটো কালারিং করে নিতে পারবেন। এখানে শুধু আপনার সাদা কালা ফটোটি আপলোড করে দিলেই হয়ে যাবে।


1.Language Translator

আমাদের এই লিস্টের এক নাম্বারে রয়েছে language translator আর এই লিস্টের এটাই সেরা এবং সহজ কাজ। language translation এর মাধ্যমে আপনি ফাইবার থেকে খুব সহজে হাজার হাজার ডলার আয় করতে পারবেন। আপনি যেকোনো language কে translator করে দিয়ার গিগ তৈরি করতে পারেন।

 

যেমন ধরুন, English to Spanish, Spanish to English, English to China, English to Germany এভাবে আপনি যোকোনো Language Translated করতে পারবেন খুব সহজে। সেইটা আমি বলে দিবো। তার আগে দেখে নিন এই language translation করে ফাইবার থেকে অন্যরা হাজার হাজার ডলার ইনকাম করে নিয়ে যাচ্ছে। আপনি হয়ত ভাবছেন এই কাজে কি অর্ডার পাওয়া যাবে? তাই আপনাদের fiverr থেকে নিয়া একটা নমুনা শেয়ার করছি। নিচে screenshot লক্ষ করুন।


এটা দেখে আপনি হয়ত ভাবছেন তারা তো জ্ঞানী তাই তারা যেকোনো languages translation করতে পারে। আপনি কিভাবে করবেন? এটা একদমই সহজ যারা জানেন তো জানেন আর যারা জানেন না, কিভাবে যেকোনো ভাষা কে অন্য ভাষায় রূপান্তরিত করা যায়? তাদের কে বলছি, আপনি আপনার মোবাইল বা কম্পিউটার এর যেকোনো ব্রাউজারে গিয়ে। চার্চ করুন Google Translate নিচের screenshot টি লক্ষ করুন...


 google translate সার্চ করার পর আপনি এমন একটি ইন্টার ফেস পাবেন। ধরুন আপনি কোনো English word কে Spanish word এ রূপান্তরিত করবেন। এখানে যে Enter text box দেখছেন, এখানে আপনার সেই English word past করুন তার আগে উপর থেকে English সিলেক্ট করে নিন, এবং Translation box এ Spanish সিলেক্ট করে নিন। তারপর আপনার English word Enter text বক্সে পেস্ট করুন। ব্যাস কাজ শেষ আপনার English word Spanish word এ রূপান্তরিত হয়ে যাবে। এবার আপনার word কপি করে সংগ্রহ করতে পারবেন। আপনি যেকোন language translated করবেন ঠিক এই একই নিয়মে।

ধন্যবাদ।

Next Post
No Comment
Add Comment
comment url